Friday, 8 April 2016

এক বেকার লোক অনেকদিন ধরে চাকরি খুঁজছিল।


Hannan Hossen Rajapur
এক বেকার লোক
অনেকদিন
ধরে চাকরি খুঁজছিল।
একদিন পত্রিকায় একটা চাকরির
বিজ্ঞাপন
দেখলো। বেতন
টেতন
দেয়া হবে না,
শুধু তিনবেলা খেতে দেয়া হবে।
তবে শর্ত
আছে,
চাকরী প্রার্থীর
সাইকেল
থাকা লাগবে।
লোকটা ভাবলো বেকার ই তো
আছি.... যাই
গিয়ে দেখি কয়েকদিন খাওয়া
দাওয়ার
ব্যবস্থা তো অন্তত
হবে...
লোকটা সাইকেল নিয়ে
চাকরীদাতার
বাড়ি গেলো।
চাকরীদাতাঃ আপনিই
চাকরী প্রার্থী?
প্রার্থীঃ হ্যা।
প্লিজ আমাকে চাকরীটা দিন। বড়
বিপদে আছি।
একটা চাকরীর
খুবই প্রয়োজন। চাকরীদাতাঃ
ঠিক আছে
তাহলে আজ থেকেই
কাজে লেগে পড়ুন। প্রার্থীঃ কিন্তু
আমার কাজটা কি?
চাকরীদাতাঃ এখান থেকে তিন
কিলোমিটার
দূরে মসজিদে প্রতিদিন খাবার
বিতরন
করা হয়।
সেখানে তিনবেলা খেয়ে আসবেন
আর
আসার সময়
আমার জন্য
নিয়ে আসবেন....

0 comments:

Post a Comment