
একটা ছেলে তার প্রেমিকার কাছে ফোন করলো ।
মেয়ে-(ফোন টা রিসিভ করেই চড়া গলায়-) কী হয়েছে? বার বার ফোন করছো কেন শুনি? ছেলে- তোমার খবর নিতে। মেয়ে-কে বলেছে আমার খবর নিতে? কে আমি? আমাকে কি তোমার কেউ মনে করো? ছেলে-মনে করি বলে তো তোমার খবর নিচ্ছি। মেয়ে- কোথায় ছিলে আমার খবর নেওয়ার মহারথী? আজ দুদিন হয়ে গেল কই একবার ও খবর নিয়েছিলে? ছেলে- আই এম সরি । মেয়ে - থাকো তোমার সরি নিয়ে আমি রাখলাম।(এই বলে ফোন টা কেটে দিল। ছেলে টি আবার কল করলো।) মেয়ে-আবার...