Available AmiBroker 6 Full Verson

Now Available AmiBroker 6 Full Verson With Crack, Standard And Professional Edition Full zip - 9.9 MB.

Saturday, 23 April 2016

ভালোবাসার_গল্প‬

একটা ছেলে তার প্রেমিকার কাছে ফোন করলো । মেয়ে-(ফোন টা রিসিভ করেই চড়া গলায়-) কী হয়েছে? বার বার ফোন করছো কেন শুনি? ছেলে- তোমার খবর নিতে। মেয়ে-কে বলেছে আমার খবর নিতে? কে আমি? আমাকে কি তোমার কেউ মনে করো? ছেলে-মনে করি বলে তো তোমার খবর নিচ্ছি। মেয়ে- কোথায় ছিলে আমার খবর নেওয়ার মহারথী? আজ দুদিন হয়ে গেল কই একবার ও খবর নিয়েছিলে? ছেলে- আই এম সরি । মেয়ে - থাকো তোমার সরি নিয়ে আমি রাখলাম।(এই বলে ফোন টা কেটে দিল। ছেলে টি আবার কল করলো।) মেয়ে-আবার...

ভাই বোনের ভালোবাসা ...

আপু পঞ্চাশটা টাকা দেতো । - কি !! টাকা কি গাছে ধরে নাকি - তুইনা কাল টিউশনির টাকা পেলি, ঐখান থেকে দেনা আপু । - কানের কাছে ঘেনর ঘেনর করিস নাতো, ভাগ এখান থেকে - আমাকে টাকা দিলেই তো চলে যাই । আচ্ছা পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা দে । - ইস্ তোর জ্বালায় আর পারা গেল না । এই নে বিশ টাকা ভাগ এখন থেকে । মাত্র বিশ টাকা দিলি । ok সমস্যা নাই চটপটি এনে তোকে দেখিয়ে দেখিয়ে খাব । তখন কিন্তু আবার নজর দিস না - কি !! চটপটি খাবি তুই । এইনে আরো বিশ টাকা আমার জন্যে...

Thursday, 21 April 2016

"মালেক বিন দীনার ছিলেন ইরাকের বিখ্যাত একআলেম। একবার তিনি বিশাল এক মাহফিলেভক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বললেন, আপনার ভক্তব্য শুরু করার আগে একটি প্রশ্নের জবাব দিন।

"মালেক বিন দীনার ছিলেন ইরাকের বিখ্যাত একআলেম। একবার তিনি বিশাল এক মাহফিলেভক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বললেন, আপনার ভক্তব্য শুরু করার আগে একটি প্রশ্নের জবাব দিন। মালেক বিন দীনার প্রশ্ন করার অনুমতি দিলেন।বয়স্ক শ্রোতা বললেন প্রায় দশ বছর আগেআপনাকে মাতাল অবস্হায় পড়ে থাকতে দেখেছি।আপনি সে অবস্হা থেকে কিভাবেফিরে এলেন? এবং ওয়াজ করার জন্য এখানে এলেন ? মালেক বিন দীনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন। তারপরবললেন। ঠিক বলেছেন, আমিই সেই ব্যক্তি।...

Tuesday, 19 April 2016

************সব ইচ্ছে কি হয় পূরণ ?**********

মাঝে মাঝেই ইচ্ছে জাগে মনে সাদা মেঘের ভেলায় ভেসেহারাই দুরের বনে।কখনো মেঘবালিকা হইকালো মেঘের আড়ালে গেলে দুর পানে চেয়ে উদাস রই । ইচ্ছে করে চাঁদ ছুঁয়ে বানাই বাড়ি নীল চাঁদোয়ার আলোয় ভরপুরসাদা প্যাচানো তার সিঁড়ি ।মোড়ে মোড়ে সাজানো স্বপ্নদৃশ্যরূপালী নীল ফুলের বাগানে যেন অবাক করা এক বিশ্ব !! কখনো ইচ্ছে জাগে মনে, হতে নীল ফড়িং যেথায় সেথায় উড়ে বেড়াইধরতে গেলেই উড়ি, নাচি তিড়িং বিড়িং ইচ্ছে হয় তার বাগানে উড়ে গিয়ে বসিআমায় দেখে অবাক দৃষ্টি...